30.2 C
Durgapur
Monday, June 14, 2021

বিষ্ণুপুর টাউন কো-অপারেটিভ ব্যাংকের পরিচালন কমিটির নতুন বোর্ড গঠন

নরেশ ভকত, বাঁকুড়াঃ করোনা পরিস্থিতিতে বিষ্ণুপুর টাউন কো-অপারেটিভ ব্যাংকের পরিচালন বোর্ডের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার প্রায় দেড়মাস পর বৃহস্পতিবার নতুন বোর্ড গঠন হল। গত ৯ ডিসেম্বর ব্যাংকের পরিচালন বোর্ডের ৬ মাসের মেয়াদ শেষ হয়ে যায়। ব্যাংকের নিয়ম অনুযায়ী মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেই নতুন পরিচালন বোর্ড গঠন হওয়ার কথা। কিন্তু ডিসেম্বরে করোনা আবহে সেই বোর্ড গঠন করা যায়নি। তবে বর্তমানে সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর আজ ব্যাংকের ১১ সদস্যের বোর্ড গঠন করা হল। যেখানে চেয়ারম্যান পদে বসলেন শহরের শেখা পাড়ার বাসিন্দা শেখ মহম্মদ ইদ্রিস। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন সুভাষ মুখোপাধ্যায়। ৩ সদস্যর সম্পাদক নির্বাচিত হলেন যথাক্রমে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ফণিভূষণ গোস্বামী এবং নিরঞ্জন ঘোষ। ৬ সদস্যর অফিস বেয়ারা হিসাবে নির্বাচিত হলেন আশিস কুমার বসু, তুষারকান্তি ঘোষ, অভিজিৎ সিংহ, শুভাশিস খান, সুমন্ত দাস এবং কার্তিক চন্দ্র রায়। এদিন ব্যাংকের ম্যানেজার হিতাংশু রায় বলেন ‘গত বছর ৯ ডিসেম্বর ব্যাংকের পরিচালন বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। তারপর কোভিট পরিস্থিতির কারণে নতুন বোর্ড গঠন করা সম্ভব হয়নি। গত ১৩ জানুয়ারি আমাদের কাছে নির্দেশ আসে নতুন পরিচালন বোর্ড গঠন করার জন্য। এতদিন বোর্ড শূন্য থাকায় আমাদের বিভিন্ন ঋণ দেওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছিল। এখন নতুন বোর্ড গঠন হওয়ায় বিষ্ণুপুরের মানুষদের সুবিধা হবে’।

এই মুহূর্তে

x