মনোজিৎ গোস্বামী, কাঁকসা: রবিবার সাতসকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে (Deadbody Recover) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো কাঁকসার গোপালপুরে। মৃত ব্যক্তির নাম রমেশ সাহু ৷ এদিন স্থানীয় পুকুর থেকে তার দেহ উদ্ধার (Deadbody Recover) হয়।
স্থানীয় সূত্রে জানা যায় ,শনিবার সন্ধ্যায় গোপালপুর ঢোকার মুখে অবস্থিত একটি পুকুরে হাঁস খুঁজতে নেমেছিল বছর চল্লিশের রমেশ সাহু। এরপরই পুকুরের জলে তলিয়ে যায় ৷ ঘটনার পরপরই স্থানীয় গ্রামবাসীরা আর পুলিশ মিলে রমেশকে খোঁজাখুজির অনেক চেষ্টা করে। কিন্তু উদ্ধার করা যায় নি। রবিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার (Deadbody Recover) হয় ৷ ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।