নিজস্ব সংবাদদাতা, জেলার খবর, সিউড়ি : পুজোর আগে আমরণ অনশন (Hunger Strike) কর্মসূচিতে বসলেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এম্প্লয়িস সমিতি । সোমবার সিউড়ি বিদ্যাসাগর কলেজ গেটের সামনে বীরভূম জেলার ১১৭ জন অস্থায়ী কর্মী এই অনশন কর্মসূচিতে যোগ দিয়েছেন । চাকুরীর ক্ষেত্রে ৬০ বছরের কর্মনিশ্চয়তা ,কর্ম ক্ষেত্রে সরকারি স্বীকৃতি, সুনির্দিষ্ট বেতন কাঠামো ,অবসরকালীন ভাতা প্রদান সহ একাধিক দাবিতে এই আন্দোলন বলেই জানালেন পশ্চিমবঙ্গ কলেজ ক্যাসুয়াল এম্প্লয়িস সমিতির রাজ্য সভাপতি মহবুব এলাহী আলী।
আমরণ অনশনে কলেজের ১১৭ জন অস্থায়ী শিক্ষাকর্মী
152