ডিজিটাল ডেস্ক, জেলার খবর: জেলায় জেলায় চলছে দলবদলের হিড়িক। এবার আসানসোলে বিজেপির ঘরে ভাঙন ধরিয়ে ঘর ভরলো তৃণমূল। রবিবার আসানসোলের প্রায় ১৫০ যুবক বিজেপি (BJP) ছেড়ে তৃনমুল কংগ্রেসে (TMC) যোগদান করে।
এম আই সি অভিজিত ঘটকের হাত ধরে বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করেন যুবকরা । আসানসোল পুরসভার মেয়র পারিষদ অভিজিত ঘটক জানান, মুখ্যমন্ত্রী কাজে অনুপ্রেরণা পেয়েই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন যুবকরা । আসানসোলের ৭৫ নম্বর ওয়ার্ডের কিছু বিজেপিকর্মী যারা গত লোকসভা ভোটে বিজেপির হয়ে কাজ করে ছিলেন । বর্তমান করোনা অতিমারির সময়ে তারা বিজেপি (BJP) নেতৃত্বকে পাশে পায় নি ।
মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের সাথে থাকেন, মানুষের কাজ করেন। তাই মুখ্যমন্ত্রীর কাজে খুশি হয়ে আজকে এরা তৃনমুল কংগ্রেসে যোগদান করেছেন ।
তৃনমুলে যোগ দেওয়া এক কর্মী জানান, আমরা বিজেপির হয়ে কাজ করেছিলাম । কিন্তু কোনও সুবিধা পাইনি। তাই আমরা তৃনমুলে (TMC) যোগদান করেছি।