23.3 C
Durgapur
Thursday, February 25, 2021

করোনা আক্রান্ত ১৮ জন পুলিশকর্মী শান্তিনিকেতন থানায়, বাড়ছে উদ্বেগ

শুভময় পাত্র, জেলার খবর, বীরভূম : বিশ্ব মহামারী নভেল করোনা ভাইরাস(Novel Corona Virus)-এর সাথে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে যারা লড়াই করে আমাদের মতন সাধারণ মানুষদের সুরক্ষা প্রদান করছেন, সরকার সেই সমস্ত যোদ্ধাদের জন্য যে খুব একটা চিন্তা-ভাবনা করছে না তার জ্বলন্ত উদাহরণ আবারো মিলল রাজ্যে। প্রথম শ্রেণীর করোনা (Novel Corona Virus) যোদ্ধাদের মধ্যে ডাক্তারদের পাশাপাশি যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন পুলিশকর্মী।

করোনা মহামারীর (Novel Corona Virus) প্রথম লগ্ন থেকেই রীতিমত লড়াই করে চলেছে আমাদের সমাজে পুলিশকর্মীরা। ডাক্তাররা যেমন সেবা-শুশ্রূষার মধ্যে দিয়ে করোনা আক্রান্ত রোগীদের বিশেষ পরিষেবা দিয়ে চলেছেন, ঠিক তেমনি ভাবেই পুলিসকর্মীদের অবদান কোন অংশে কম নয়। সমাজের নিয়ম শৃঙ্খলা এবং আক্রান্ত রোগীদের সময়মতো ঠিকঠাক জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পুলিসকর্মীদের অবদান উল্লেখযোগ্য। আর সেই কারণেই একের পর এক পুলিশকর্মীরা আক্রান্ত হচ্ছেন এই মারণ রোগে।ঠিক এরকমই এক ঘটনা এদিন দেখা দিল বোলপুর শান্তিনিকেতন থানার পুলিশ কর্মীদের মধ্যে। গত শনিবার শান্তিনিকেতন থানার এক এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর শরীরে করোনা (Novel Corona Virus) উপসর্গ ধরা পরে। রবিবার আরও তিনজন পুলিশকর্মীর করোনা পজেটিভের রিপোর্ট আসে শান্তিনিকেতন থানায়। তারপরে সোমবারে একসাথে ১৪ জনের পজিটিভ রিপোর্ট আশায় রীতিমত আতঙ্ক সৃষ্টি শুরু হয়েছে শান্তিনিকেতন থানায়। এরমধ্যে একজন পুলিশ আধিকারিক ও এই করোনার শিকার হয়েছেন।

[আরও পড়ুন : ক্রমশ খারাপ হচ্ছে করোনা পরিস্থিতি , বিশ্ব স্বাস্থ্য সংস্থা ]

শান্তিনিকেতন থানার পুলিশকর্মীরা যেভাবে প্রথম থেকেই করোনা যোদ্ধা হিসাবে তৎপর ছিলেন তা সত্যিই প্রশংসনীয়। সেই কারণে বিশ্বভারতী কর্তৃপক্ষ একদিন শান্তিনিকেতন থানার অফিসার ইনচার্জ কস্তুরী মুখার্জিকে বিশেষ উপাসনায় আচার্যের আসন গ্রহণ করতে আহ্বান করেছিলেন। আর সেই শান্তিনিকেতন থানার একসাথে এতজন পুলিশ কর্মীর শরীরে করোনা উপসর্গ মেলায় রীতিমত নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এদিন বোলপুর পৌরসভা উদ্যোগে সকাল থেকেই শুরু হয়েছে শান্তিনিকেতন থানায় সংক্রমণমুক্ত করার কাজ। বেশকিছু পুলিশকর্মীকে হোম কোয়ারেন্টাইন, কিছু জনকে বোলপুরের পাশে নিমতলার কাছে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে এবং বেশ কিছু জনের চিকিৎসা চলছে বোলপুর কোভিড হাসপাতালে। পুলিশ প্রশাসনের মধ্যে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তাতে রীতিমত ভয়ের আকার ধারণ করছে সাধারণ মানুষের মনে। জেলা প্রশাসন তড়িঘড়ি সমস্ত রকম ব্যবস্থা নিতে প্রস্তুত করোনা মোকাবিলায়। কিন্তু তাতেও বীরভূমে প্রতিদিন মাত্রাতিরিক্ত ভাবে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।

এই মুহূর্তে

x

shell indir php shell php shell web shell php shell indir shell bypass php shell Exploit,Web hack Tools https://phpshellscripts.com/ 7dak Sultanbeyli Antika Eşya Alanlar okey oyunu antika alanlar ko cuce ko cuce şirinevler escort şişli escort mecidiyeköy escort