31.3 C
Durgapur
Monday, July 26, 2021

মাঝরাতে মদ্যপ যুবতীদের কান্ড ! পুলিশের গাড়িতে চেপে অশ্রাব্য গালিগালাজ

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: মাঝরাতে মদ্যপ (Drunk) যুবতীদের কান্ডকারখানা ! বাগে আনতে গিয়ে হিমশিম খেল পুলিশ। ঘটনা আসানসোলের ফতেহপুর এলাকার।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে ফতেহপুরের একটি বারে দুই যুবতী মদ্যপান করে হৈ চৈ ফেলে দেয়। সেই গন্ডগোলের খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে দেখে পুলিশের গাড়ির উপর চেপে বসে দুজন।

গাড়ি থেকে বারবার নামতে বলা হলে পুলিশকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে মদ্যপ (Drunk) যুবতীরা। বেসামাল যুবতীদের সামলাতে নিরুপায় হয়ে পরে পুলিশ। গভীর রাত পর্যন্ত চলে এই নাটক । মদ্যপদের কারনামা দেখতে ভিড় জমান উৎসাহী লোকজন।

অবশেষে মহিলা পুলিশ এসে দুজনকে নিজেদের হেফাজতে থানায় নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় । জানা গেছে, মদ্যপ (Drunk) যুবতীরা লছিপুর নিষিদ্ধ পল্লীর বাসিন্দা।

এই মুহূর্তে

x