ডিজিটাল ডেস্ক , জেলার খবর: করোনা (Covid 19) সংক্রমিত মোদির মন্ত্রিসভার আরো ২ সদস্য । শনিবার করোনা সংক্রমিত হলেন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৈলাশ চৌধুরী । আক্রান্ত অর্জুন রাম মেঘওয়াল বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন । দিন কয়েক আগেই করোনা (Covid 19) সংক্রমণ রুখতে দেশবাসীকে ‘ভাবিজী’ পাঁপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন এই মন্ত্রী। দাবি করেছিলেন , বিশেষ ওই পাঁপড় খেলে শরীরে অ্যান্টিবডি তৈরী হবে যা করোনা ভাইরাসকে নির্মূল করবে। কেন্দ্রীয় মন্ত্রীর এই আজব দাবি নিয়ে জোর চর্চাও শুরু হয়ে জাজ বিভিন্ন মহলে। পরিশেষে নিজেই আক্রান্ত হলে করোনা ভাইরাসের সংক্রমণে ।
অন্যদিকে, করোনা (Covid 19) সংক্রমিত কৃষিমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কৈলাশ চৌধুরী ভর্তি রয়েছেন যোধপুরের একটি হাসপাতালে । শনিবার নিজে ট্যুইট করে নিজের করোনা সংক্রমণের কথা জানিয়েছেন কৈলাশ চৌধুরী । সেই সঙ্গে তিনি পরামর্শ দিয়েছেন , গত কয়েকদিন যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন দয়া করে তাঁরা নিজেদের এবং পরিবারের লোকেদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ।
এর আগে করোনা (Covid 19) সংক্রমিত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ২ অগাস্ট করোনা সংক্রমণের কথা ট্যুইটে শেয়ার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর ঠিক দুদিন পরে করোনা সংক্রমিত হন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান । আজ আরও ২ মন্ত্রীর করোনা সংক্রমণের খবর সামনে এলো ।