22.8 C
Durgapur
Tuesday, January 19, 2021

ভিন রাজ্য থেকে এসে লকডাউনে দুর্গাপুরে আটকে পড়লো ২২ জন

দুর্গাপুর,: গুজরাট থেকে বাড়ি ফিরছিলেন কয়েকজন পরিযায়ী শ্রমিক (Migrant workers) ।গত শুক্রবার গুজরাট থেকে বেসরকারি বাসে রওনা দেয় তারা। সোমবার সকাল ৬ টায় পৌঁছায় দুর্গাপুরের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে।

দুর্গাপুরে নেমেই শুরু বিপত্তি। তারা জানতে পারে রাজ্য জুড়ে চলছে লকডাউন।তাদের গন্তব্যস্থল দক্ষিন দিনাজপুরের গঙ্গারামপুর। প্রতেক্যেই সেখানকার বাসিন্দা।

এই ২২ জনের মধ্যে ৫ জন মহিলা ও ২ শিশু ও আছে । সিটি সেন্টারে নেমে তারা দক্ষিন দিনাজপুরের উদ্দেশ্যে বাস ধরতো পরিযায়ী শ্রমিক পরিবারগুলি (Migrant workers)। কিন্তু লকডাউনের খবর জানতে না পারায় এখন দিশেহারা অবস্থা তাদের ।অন্যদিকে লকডাউনের জেরে সকাল থেকেই বন্ধ রয়েছে দোকানপাট । সকাল থেকে জোটেনি খাবার ও পানীয় জল।সাহায্যের জন্য এখন তারা আবেদন জানাচ্ছে স্থানীয় প্রশাসনের কাছে।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink