29 C
Durgapur
Monday, August 2, 2021

প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিস্তায় তলিয়ে যাওয়া কিশোরের (teenager) এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি

প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিস্তায় তলিয়ে যাওয়া কিশোরের (teenager) এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি

জলপাইগুড়ি :: প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তিস্তায় তলিয়ে যাওয়া কিশোরের(teenager) এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তকাল থেকেই ওই কিশোরের খোঁজে সিভিল ডিফেন্সের কয়েকটি টিম নদীতে নেমে তল্লাশি চালায় । খোঁজ না মেলায় মঙ্গলবার ফের সকাল সকাল আরো দুইটি টিম তিস্তায় নেমে তল্লাশি চালাতে থাকে। উল্লেখ্য সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তিস্তার জলে তলিয়ে যায় দশ বছরের এক কিশোর। কয়েক ঘন্টা‌ ধরে খোঁজাখুঁজির পর‌ও উদ্ধার করা যায়নি । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে জলপাইগুড়ি‌র সুকান্ত নগর কলোনি এলাকায়। জানা গেছে শিশু‌টির নাম আকাশ মহম্মদ , বয়স ১০ বছর, জলপাইগুড়ি শহরের সুকান্ত নগর কলোনি এলাকার বাসিন্দা ওই কিশোরের। এদিন দুপুরে বন্ধুদের সঙ্গে নদীর জলে স্নান করতে গিয়েছি‌ল। নদীর গভীর‌তায় সাঁতার কাটতে গিয়ে আচমকাই তলিয়ে যায় শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত শিশু‌র পরিবারের লোকেরা। এই ঘটনায় কান্না‌য় রোল ওঠে এলাকায়।

এই মুহূর্তে

x