ডিজিটাল ডেস্ক, জেলার খবর: দেশের সাথে সাথে রাজ্যেও চিন্তা বাড়াচ্ছে করোনা (Covid 19) সংক্রমণ । চিন্তা বাড়িয়ে ২৪ ঘন্টায় করোনা (Covid 19) সংক্রমিত হলেন ২,৯৩৯ জন। মৃত্যু হয়েছে ৫৪ জনের। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫,৫৫৪ জন । এর মধ্যে সক্রিয় করোনা আক্রান্ত ২৬,৩৭৫ , আর সুস্থ হয়ে উঠেছেন ৬৭,১২০ জন ।
করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে একাধিক জেলাতেও । কলকাতা, উত্তর ২৪ পরগনা , হাওড়া, হুগলির পরিস্থিতি যথেষ্ট ভাবাচ্ছে প্রশাসনকে । রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী , শুধুমাত্র কলকাতাতেই একদিনে নতুন করে করোনা (Covid 19) আক্রান্ত হয়েছেন ৬১৫ জন , মৃত্যু হয়েছে ২১ জনের । উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৫৮৮ , মৃত্যু হয়েছে ১৫ জনের । দক্ষিণ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩০৬ জন। হাওড়ায় আক্রান্ত হয়েছেন ১৮৫ জন , মৃত্যু হয়েছে ৬ জনের। হুগলিতে একদিনে আক্রান্ত ৯৫ আর পশ্চিম বর্ধমানে একদিনে আক্রান্ত হয়েছেন ১০৮ জন ।পূর্ব মেদিনীপুরে আক্রান্ত হয়েছেন ১৪১ জন ,মালদায় ১২২,জলপাইগুড়িতে ৮৭ এবং নদিয়ায় ৮৪।
রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাপ্তাহিক দুদিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। তাছাড়াও বাড়ির বাইরে বের হলেই সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পড়া অত্যাবশকীয় ঘোষণা করেছে । করোনা বিধি আমজনতা যথাযথ পালন করছে কিনা জানতে দোকান-বাজারে গিয়ে সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন । কিন্তু তা সত্ত্বেও রোজ দীর্ঘ হচ্ছে করোনা আক্রান্তর তালিকা।