28.5 C
Durgapur
Tuesday, January 19, 2021

কাঁকসার বিদবিহার পঞ্চায়েতে করোনা আক্রান্ত ৩

মনোজিৎ গোস্বামী, কাঁকসা: বিদবিহার পঞ্চায়েত এলাকায় করোনা (Covid-19) আক্রান্ত ৩ । চিকিৎসার জন্য আক্রান্তদের কাঁকসার বিশেষ কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে । বিদবিহার পঞ্চায়েত সূত্রের খবর , গত কয়েকদিন আগে স্থানীয় শিবপুর জুনিয়র হাইস্কুলে এলাকাবাসীর লালারস নমুনা পরীক্ষা করানো হয় । মঙ্গলবার সেই রিপোর্ট এলে ৩ জনের শরীরে করোনার সংক্রমণ (Covid-19) ধরা পড়ে । আক্রান্তরা বিদবিহার অঞ্চলের শিবপুর বাঙ্গালপাড়া ,সন্ধিপুর এবং জামদহা এলাকার বাসিন্দা।

বিদবিহার পঞ্চায়েত সদস্য গিরিধারী সিনহা জানান , বিদবিহার অঞ্চলে এই প্রথম করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সকল মানুষকে সতর্ক থাকতে মাস্ক পড়তে এবং সামাজিক দূরত্ব বিধি পালন করার কথা বলা হয়েছে।করোনা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই জনশূন্য হয়ে পড়েছে এলাকা । প্রশাসনের তরফেও এলাকা জীবাণুমুক্ত করার পাশাপাশি করোনা সুরক্ষায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, আজই কাঁকসা থানার ১৩ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। যার ফলে কাঁকসা থানায় মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে ।এদের মধ্যে পুলিশকর্মী রয়েছেন ৭ জন ও অ-পুলিশ কর্মী ররেছেন ১০ জন।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink