28.5 C
Durgapur
Thursday, June 24, 2021

৩টি একই নম্বর প্লেট লাগানো ট্রাক (truck) উদ্ধার

3টি একই নম্বর প্লেট লাগানো ট্রাক (truck) উদ্ধার

আসানসোলঃ আসানসোলের কুলটি থানার বড় সর সাফল্য গত বছর 2020 বছরে ট্রাক (truck) নিখোঁজের অভিযোগ কোর্ট কমপ্লেন মারফত দায়ের করেন। তারপর কুলটি থানার পুলিশ তদন্তে নেমে খবর পায় যে কুলটি এলাকাতে ৩টি ট্রাক (truck) একই নম্বর প্লেট লাগীয়ে চলছে। এরপর কুলটির চিনাকুড়ি ও কুলটি এলাকা থেকে ৩টি একই নম্বর প্লেট লাগানো ট্রাক (truck) উদ্ধার করে কুলটি থানার পুলিশ। এর পর তদন্তে উঠে আসে গতবছর 2020 সালে ট্রাকনিখোঁজের অভিযোগ করেন কোর্টে অভিযোগের মারফত ধর্মেন্দ্র সাও। এর পরই কুলটি থানার পুলিশের হাতে চাঞ্চল্য কর তথ্য উঠে আসে মিথ্যে ট্রাক চুরির অভিযোগ দায়ের করে একই নোম্বর প্লেট লাগিয়ে ৩ টে ট্রাক ব্যবসায় খাটানো হচ্ছে। পুলিশ অভিযোগ কারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য ট্রাকের ফাইন্যান্সের টাকা না দেয়ার জন্য এই মিথ্যা ট্রাক চুরির অভিযোগ কোর্ট থেকে করেন। পুলিশ এই ঘটনাতে দুজন কে গ্রেফতার করে । অভিযোগকারী ধর্মেন্দ্র সাও সহ আরো একজন কে এই চক্রে সহযোগিতা করার জন্য গ্রেফতার করে কুলটি থানার পুলিশ ও একইনম্বর প্লেট লাগানো ৩টি ট্র্যাক উদ্ধার করা হয়। ধৃত ২জন কুলটি থানার এলাকার বাসিন্দা। ঘটনার বিষয় কুলটি থানাতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানান এসি۔পি ۔কুলটি এম ডি ওমর আলী মোল্লা। পুলিশ আরো তদন্ত করে দেখছে আরো কেউ ঘটনাতে জড়িত কিনা, বা কী ভাবে ৩টি ট্রাক (truck) একই নম্বর প্লেট লাগিয়ে কী ভাবে চলছিলো তও ক্ষতিয়ে দেখছে পুলিশ ।

এই মুহূর্তে

x