34.1 C
Durgapur
Wednesday, May 19, 2021

ভয়াবহ নৌকাডুবি ! মৃত অন্তত ৪৫

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: লিবিয়ায় ভয়াবহ নৌকাডুবিতে (Shipwreck)মৃত্যু হল অন্তত ৪৫ জনের । মৃতদের মধ্যে ৫ শিশুও রয়েছে। রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এবং আইওএম -এর তরফে এই দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে ।

জানা গেছে, ৮০ জন শরণার্থীকে নিয়ে আফ্রিকার সেনেগাল, চাদ, ঘানা ও মালি থেকে ওই নৌকাটি লিবিয়ায় যাচ্ছিল । লিবিয়ার পশ্চিম প্রান্তে অবস্থিত জাওয়ারা উপকূলের কাছে আচমকাই যন্ত্রচালিত ওই নৌকার ইঞ্জিনে আগুন লেগে যায় । মুহূর্তেই ঘটে যায় বিস্ফোরণ । সমুদ্রে ডুবে যায় নৌকা (Shipwreck)।

চোখের সামনে এই দুর্ঘটনা দেখা মাত্রই স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধারে নামেন। ৩৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচ জন শিশু শিশুও রয়েছে।

এই মুহূর্তে

x