30.2 C
Durgapur
Monday, June 14, 2021

৪৫ তম পাঁচ মাইল দৌড়

নরেশ ভকত, বাঁকুড়াঃ ২৩শে জানুয়ারী নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জয়ন্তী উপলক্ষে বাঁকুড়া জেলা জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘের পরিচালনায় ৪৫ তম পাঁচ মাইল দৌড় প্রতিযোগিতা বাঁকুড়া জেলা শহরের কেন্দ্রস্থল মাচানতলাস্থিত নেতাজী মূর্তির পাদদেশ থেকে দৌড়ের শুভ সূচনা করেন পৌর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য দিলীপ আগর ওয়াল। দৌড় মাচানতলা থেকে শুরু হয়ে ভৈরবস্থান চাঁদমারীডাঙা কলেজ মোড় পাঁচ বাগা বাইপাস হয়ে জুনবেদিয়ামোড় প্রতাপবাগান অডিটোরিয়াম হয়ে জিলাস্কুলের সামনে দিয়ে মাচানতলায় শেষ হয়। সাধারন সম্পাদক রবীন মন্ডল জানান , দৌড়ে ৯৯ জন অংশগ্রহণ করে। ১ ম শক্তিপদ বাউরী পুরুলিয়া,২ য়‌ সৌরভ ঘোষ বেলিয়াতোড় ৩ য় সুন্দর বাউরী রতনপুর,৪ র্থ পাপ্পু সাউ রামসাগর ৫ ম দেবাশীষ গরাই বারবেন্দা ও৬ ষ্ঠ কুচন রায় বিকনা । সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বিধায়ক শম্পা দরিপা ,পৌর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য গৌতম দাস । সংঘের কার্যকরী সভাপতি দীপক ঘোষ ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি ডা: অমিতাভ চট্টরাজ ।

এই মুহূর্তে

x