25.4 C
Durgapur
Friday, April 16, 2021

চাঁদেও এবার 4G ! জানেন ?

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: এবার সুদূর চাঁদের মাটিতে দাঁড়িয়েও পাবেন পরিবারের সঙ্গে ভিডিও কলিংয়ের সুবিধা। না এখনই যে তা সম্ভব তা বলছি না , তবে আগামী দিনে এই ঘটনা ঘটতে যে খুব বেশি সময় লাগবে না সেটা কিন্তু বলাই যায়। কেননা, এবার চাঁদের মাটিতেও পৌঁছে যাচ্ছে 4 G !

শুনতে অবাক লাগলেও এমনি অসাধ্য সাধন করার চেষ্টায় নেমেছে নাসা (NASA) । নাসাকে (NASA) সেই কাজে সাহায্য করছে বিখ্যাত মোবাইল প্রস্তুতকারক সংস্থা নোকিয়ার গবেষণাকারী দল বেল ল্যাবস। জানা গেছে, নোকিয়ার অধীনস্থ বেল ল্যাবসই চাঁদে 4G LTE পরিষেবা পৌঁছানোর কাজ করবে। এই প্রকল্পের জন্য খরচ হবে ৩৭০ মিলিয়ন মার্কিন ডলার। যার মধ্যে নাসা (NASA) দেবে ১৪.‌১ মিলিয়ন মার্কিন ডলার।

দুই সংস্থায় টুইট করে নিজেদের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। বেল ল্যাবস নিজেদের বিবৃতিতে জানিয়েছে, ‘‌‘‌চাঁদে 4G LTE পরিষেবা দিতে নাসার (NASA) সঙ্গে একসঙ্গে কাজ করব আমরা। চাঁদের মাটিতে মানুষের বসবাসের উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে এটা অনেকটাই সাহায্য করবে। প্রথমে নাসার সাহায্যে আমরা সেখানে 4G পরিষেবা চালু করব। তারপর সেটিকে 5G পরিষেবায় পরিণত করা হবে।’‌’‌

এর আগে চাঁদে 4G পরিষেবা চালু করার জন্য ভোডাফোন জার্মানি নোকিয়ার সঙ্গে চুক্তি করেছিল

এই মুহূর্তে

x