34.1 C
Durgapur
Wednesday, May 19, 2021

মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ‘বিসর্জন’ পর্বে নৌকাডুবি, ঘটনায় মৃত ৫

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: উৎসবের শেষে মর্মান্তিক দুর্ঘটনা । প্রতিমা বিসর্জন করতে গিয়ে চলে গেল ৫ তরতাজা প্রাণ । মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙার ডুমণিতলার ঘাটে প্রতিমা বিসর্জন করতে গিয়ে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা । মৃতদের নাম সুখেন্দু দে (২১), পিকন পাল (২৩), অরিন্দম ব্যানার্জী(২০) , সোমনাথ ব্যানার্জী (২২) ও নিপন হাজরা (৩৭) ।

সোমবার বিজয়া দশমীর সন্ধ্যায় এলাকার আর পাঁচজনের মতোই প্রতিমা বিসর্জনে সামিল হয়েছিলেন তাঁরা । বেলডাঙ্গার আন্ডিগণের ডুবনিতলা ঘাটে চলছিল প্রতিমা নিরঞ্জন পর্ব। মাঝনদীতে প্রতিমা সহ একটি নৌকা আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে উল্টে যায়। নৌকাডুবির ঘটনায় যাত্রীদের অনেকে সাঁতরে পাড়ে চলে এলেও খোঁজ মিলছিল না ৫ যুবকের ।

এরপর খবর দেওয়া হয় পুলিশে। যুবকদের খোঁজে নদীগর্ভে শুরু হয় তল্লাশি । গভীর রাত পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয় । বেলডাঙা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে । ঘটনায় বেলডাঙা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।

এই মুহূর্তে

x