ডিজিটাল ডেস্ক, জেলার খবর: সাত সকালেই ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire) ঘটনা ঘটল হাওড়ায়। ডোমজুড়ের ভাসকুর বেলতলা এলাকায় আগুনে পুড়ে গেল পরপর ৬ টি কারখানা। অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাথায় হাত ব্যবসায়ীদের।
জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪ টা নাগাদ ভাসকুর বেলতলা এলাকায় প্রথমে পাইপ তৈরির কারখানায় আগুন (Fire) লাগে। কারখানাতে রাতের শিফটেও কাজ চলছিল, তাই শ্রমিকরা সেখানে ছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তারা। স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগলেও তা আয়ত্তে এই নি বরং আগুন ছড়িয়ে পড়ে অন্যত্র।
দমকলে খবর দেওয়া হলে দমকলের ৬ টি ইঞ্জিন এসে আগুন (Fire) নেভানোর কাজে নামে। ততক্ষণে অবশ্য পার্শ্ববর্তী প্লাস্টিক, জামাকাপড়, চানাচুর সহ অন্যান্য কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে।
দমকলের প্রাথমিক তদন্তে অনুমান , ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটের কারণে আগুন লাগে কারখানায় । তারউপর দাহ্য বস্তু সেখানে মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে । প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।