17.9 C
Durgapur
Wednesday, January 27, 2021

ফের নতুন রেকর্ড করোনা , ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় সাড়ে ৬৪ হাজার

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: দেশের করোনা (Corona) পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ । রবিবার পুরনো সব রেকর্ড ভেঙে দেশে নতুন করে করোনা (Corona) আক্রান্ত হলেন প্রায় সাড়ে ৬৪ হাজার মানুষ । সেই সঙ্গে প্রাণ হারালেন ৮৬১ জন। রবিবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী ২ ঘন্টায় মারণ ভাইরাসের কামড়ে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৩৯৯ জন । ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছাল ২১ লক্ষ ৫৩ হাজার ১১ জন । এর মধ্যে সক্রিয় করোনা (Corona) রোগী ৬ লক্ষ ২৮ হাজার ৭৪৭ । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লক্ষ ৮০ হাজার ৮৮৫ জন ।

সংক্রমণের নিরিখে বিশ্বের মধ্যে ভারতের স্থান তৃতীয় হলেও গত কয়েকদিনে আমেরিকা, ব্রাজিলের থেকেও দ্রুততার সঙ্গে সংক্রমণ ছড়াচ্ছে ভারতে। যা রীতিমতো উদ্বেগের । আনলক পর্বের শুরু থেকেই সংক্রমণ যেভাবে মাত্রা ছাড়াচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা । সুস্থতার হার অসহপ্রদ হলেও বাড়তে থাকা মৃতের সংখ্যাও চিন্তা বাড়িয়েছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৮৬১ জন । ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৭৯ জন ।

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce