সোমনাথ মুখার্জী,পান্ডবেশ্বর: সাপ্তাহিক লকডাউনের (Weekly lockdown)আজ ষষ্ঠ দিন । অন্যান্য পূরণ লকডাউনের এদিনও পান্ডবেশ্বর ,অন্ডাল ও লাউদোহা এলাকার দোকান পাট প্রায় পুরোপুরি বন্ধ।
তবে বীরভূম ও পশ্চিম বর্ধমানের সংযোগস্থল অজয় নদের উপর পান্ডবেশ্বর ব্রিজে সকাল থেকেই কড়া নজরদারি চালাচ্ছে পান্ডবেশ্বর পুলিশ। বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বর ঢুকতেই সব গাড়ি দাঁড় করিয়ে চলছে পুলিশি তল্লাশি ।






লকডাউনের দিনে বাইরে বেরোনোর সঠিক কারণ না দেখতে পারলে তাদের ফেরৎ পাঠানো হচ্ছে । এর মধ্যেই যারা করোনা বিধি না মেনেই বাইরে বেরিয়েছেন তাদের আটক করেছে পান্ডবেশ্বর থানার পুলিশ । লকডাউন অমান্য করায় জেলা জুড়েই কমবেশি পুলিশি ধরপাকড় চলছে।