30.2 C
Durgapur
Monday, June 14, 2021

ছট পুজোর পুণ্যস্নান করতে এসে দামোদরে তলিয়ে কিশোরীর মৃত্যু

নরেশ ভকত, বাঁকুড়াঃ ছট পুজোর পুণ্যস্নান করতে এসে দুর্ঘটনা। দামোদরে (Damodar River) তলিয়ে মৃত্যু হল কিশোরীর। মঙ্গলবার সকালে দুর্গাপুর ব্যারাজে দামোদর নদে (Damodar River) ছট পুজোর পুণ্যস্নান করতে এসেছিল বছর ষোলর শনি তাঁতি। হঠাৎই দামোদরের জলে তলিয়ে যায় সে।

ঘাটে উপস্থিত বেশ কিছু পূর্ণার্থী সেই সময় খোঁজাখুঁজি শুরু করে । খবর দেওয়া হয় পুলিশকে। ৩ ঘন্টা পর পর উদ্ধার হয় দেহ। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দামোদর (Damodar River) ঘাট চত্বরে। দেরিতে আসার অভিযোগ তুলে বড়জোড়া থানার পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় বাকি পূর্ণার্থী ও মৃতার পরিজনেরা । কোনোক্রমে উত্তেজিত জনতার রোষ সামলে কিশোরীকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় পুলিশ । কিন্তু , ততক্ষনে সব শেষ।

জানা গেছে, মৃত শনি তাঁতি দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত নেপালীপাড়া হিন্দী স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের ডিভিসি মোড় সংলগ্ন এম.এ.এম.সি টউনশিপের সুভাষপল্লী এলাকার বাসিন্দা । এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

এই মুহূর্তে

x