13 C
Durgapur
Tuesday, January 19, 2021

করোনা আক্রান্ত হয়ে আসানসোল জেলা হাসপাতালে টেকনিশিয়ানের মৃত্যু

উদয় সিং, আসানসোল : করোনায় (Covid 19) আক্রান্ত হয়ে আসানসোলে মৃত্যু, শিল্পাঞ্চলে শোকের ছায়া । মৃত বৃন্দাবন মন্ডল আসানসোল জেলা হাসপাতালে টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন । কয়েকদিন ধরে কলকাতা মেডিকেল কলেজে হাসপাতালে তিনি ভর্তি ছিলেন ।


জানা গেছে , করোনা মোকাবিলায় জেলা হাসপাতালে ও সীমান্তে কোবিড ১৯ (Covid 19) সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন তিনি । মারণ ভাইরাসের সংক্রমণের ভয়ে গোটা বিশ্ব যেখানে গৃহবন্দী থেকেছে, সেখানে চিকিৎসকদের পাশাপাশি পরিষেবা দিয়ে গেছেন বৃন্দাবনবাবুর মতো স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত থাকা কর্মীরা । করোনা পরীক্ষার জন্য বা পরিষেবার জন্য যেখানে তাকে যেতে বলা হয়েছে সেখানেই নির্দ্বিধায় যোগদান করেছেন তিনি।

কয়েকদিন আগে তাঁর ট্রু নাট টেস্ট করা হলে, রিপোর্ট পজেটিভ আসে । এরপর তাকে পশ্চিম বর্ধমান জেলার কোভিড (Covid 19) হাসপাতলে ভর্তি করা হয় । পরে শারিরীক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে কলকাতা মেডিকেল কলেজে পাঠানো হয় । মঙ্গলবার ভোরে সেখানেই মৃত্যু হয় বৃন্দাবন মন্ডলের। এ ঘটনায় শুধু আসানসোল জেলা হাসপাতাল সহ পুরো শিল্পাঞ্চলে শোকের ছায়া নেমে আসে।

এই মুহূর্তে

x