28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

অখিল ভারতীয় ভ্রষ্টাচার নির্মূল সংঘর্ষ সমিতির সভাপতি হিসাবে নিযুক্ত অভিষেক

স্টাফ রিপোর্টার, জেলার খবর : অখিল ভারতীয় ভ্রষ্টাচার নির্মূল সংঘর্ষ সমিতির পশ্চিমবাংলার সভাপতি হিসাবে নিযুক্ত হলেন অভিষেক সিংহ । দুর্নীতি দমনের এক সংগঠনের পশ্চিমবাংলার সভাপতি নিযুক্ত হন তিনি।এখন থেকে এই দায়িত্ব পালন করবেন অভিষেক সিংহ।অন্যান্য পদাধিকারীদের নিয়োগ করবেন তিনিই । অখিল ভারতীয় ভ্রষ্টাচার নির্মূল সংঘর্ষ সমিতির পশ্চিমবাংলার সভাপতি হিসাবে নিযুক্ত হলেন অভিষেক সিংহ।সংগঠনের সর্ব ভারতীয় সভাপতি প্রদীপ পাতিল খান্দাপুরকার নিযুক্তি পত্র দেবার সময় বলেছেন যে, সাধারণ মানুষের উপর যে অন্যায় অবিচার করা হচ্ছে তার বিরুদ্ধে রাজ্য সভাপতি অভিষেক সিং দৃহভাবে তাঁর দায়িত্ব পালন করবেন। এছাড়াও, রাজ্য কার্যনির্বাহী এবং জেলা ও তহসিলগুলির নির্বাহী কর্মকর্তা নিয়োগের দায়িত্ব অভিষেক সিংয়ের অধীনে থাকবে।এই নিয়োগে খুশি অভিষেক সিংয়ের ঘনিষ্ঠরা।

এই মুহূর্তে

x