29 C
Durgapur
Monday, August 2, 2021

প্রায় একশো কেজি গাঁজা (cannabis) উদ্ধার

প্রায় একশো কেজি গাঁজা (cannabis) উদ্ধার

জলপাইগুড়ি: জলপাইগুড়ি পাহাড়পুর সংলগ্ন জাতীয় সড়কে অভিযান চালিয়ে বৃহস্পতিবার প্রায় একশো কেজি গাঁজা (cannabis) উদ্ধার করলো জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ। এদিন গোপন সূত্রে খবর পেয়ে আই সি অর্ঘ্য সরকার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী জাতীয় সড়কে অভিযান চালায়। পিকআপ ভ্যান ও বিলাশ বহুল গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল গাঁজার (cannabis) একাধিক প্যাকেট । প্রায় একশো কেজি গাজা সহ চার যুবককে গ্রেফতার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। দুটি গাড়িতে তল্লাশি চালাতে বের হয়ে আসে গাঁজা। পিক আপ ভ্যানের তুষের বস্তায় আড়াল করে নিয়ে যাওয়া হচ্ছিল গাজা। অন্যদিকে বিলাসবহুল গাড়ির সিটের ভিতরে ও গোপন জায়গায় গাঁজা নিয়ে পাচারের ছক করেছিল পাচারকারীরা । পুলিশের জেরাতে উঠে এসেছে, অসম থেকে জলপাইগুড়ি শিলিগুড়ি হয়ে বিহারের দিকে পাচার করা হচ্ছিল গাঁজা। ধৃতদের জেরা শুরু করল কোতোয়ালি থানায় পুলিশ।

এই মুহূর্তে

x