27.4 C
Durgapur
Monday, June 21, 2021

পানাগড় ২ নং জাতীয় সড়কে দুর্ঘটনা, বাইক আরোহীর মৃত্যু

মনোজিৎ গোস্বামী , কাঁকসা : পানাগড় ২ নং জাতীয় সড়কে বাইক দুর্ঘটনা (Accident) । মৃত্যু হল বাইক আরোহীর । দুর্ঘটনাটি (Accident)ঘটেছে পানাগড় বাইপাস সোয়াই মোড়ে।

মঙ্গলবার সকালে বর্ধমান থেকে দুর্গাপুর যাবার সময় পানাগড় বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি । ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। মৃতের পরিচয় জানা যায় নি।

এই মুহূর্তে

x