28 C
Durgapur
Friday, May 7, 2021

অভিনেতা আসিফ বসরার রহস্যমৃত্যু , ঝুলন্ত দেহ উদ্ধার

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: আরও এক বলি অভিনেতার রহস্যমৃত্যু , ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার হিমাচল প্রদেশের ধরমশালায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা আসিফ বসরার (Asif Basra) নিথর দেহ।

হিমাচল প্রদেশের ধর্মশালায় এক প্রাইভেট কমপ্লেক্সে থাকতেন অভিনেতা আসিফ। গত ৫ বছর ধরে সেখানে থাকছিলেন তিনি। ইউকে নিবাসী প্রেমিকার সঙ্গে লিভ-ইন সম্পর্কেও ছিলেন বলে জানা গেছে।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে নিজের পোষ্যকে নিয়ে বাড়ির বাইরে বের হন অভিনেতা (Asif Basra) । পুলিশের অনুমান, তারপর বাড়ি ফিরে পোষ্যের বেল্টের সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আসিফ। বেশ কয়েকদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলেও শোনা গিয়েছে। সেই কারণেই এমন সিদ্ধান্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

অভিনেতার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। চলছে তদন্তও । আসিফ বসরার (Asif Basra)অস্বাভাবিক মৃত্য়ুর খবরে স্তম্ভিত গোটা বলিউড। এই ঘটনা আরও একবার উস্কে দিয়েছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ক্ষতকে, শোকের ছায়া বিনোদন জগতে ।

এই মুহূর্তে

x