ডিজিটাল ডেস্ক, জেলার খবর : একটি ডিজিটাল প্লাটফর্মের ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাকে। আর এরপর থেকেই সমস্ত ঠাকুরপোদের একেবারে হার্টথ্রব মোনালিসা (Monalisa) , থুক্কুম ‘ঝুমা বৌদি’। ‘দুপুর ঠাকুরপো’ এখন কিছুটা ‘দুপুর’ পেরিয়ে ‘গোধূলিতে’ পৌঁছালেও ঝুমা বৌদির ফ্যান ফলোয়ার্স এখনো রীতিমতন উর্ধ গগনে। তার সোশাল মিডিয়া পোস্ট নিয়ে প্রায়শই সংবাদ শিরোনামে উঠে আসেন ঝুমা বৌদি।






শুধুমাত্র হট পোশাকেই নয়, তার এমপি-কায়দাতেই একেবারে কুপোকাত আট থেকে আশি






ভারতীয় বা পাশ্চাত্য, প্রতিটি পোশাকেই একেবারে সুপার হিট এই ভোজপুরি সাইরেন মোনা


















কিন্তু এই ঝুমা বৌদির ভক্তরা কি জানেন মোনালিসার আসল নাম ? মোনালিসার আসল নাম অন্তরা বিশ্বাস। রিয়েলিটি শো ‘বিগ বস ১০’ তে রয়েছেন তিনি।























