28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

‘মা’ হলেন শুভশ্রী

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: অবশেষে এলো সেই সুখবর । ‘মা’ হলেন শুভশ্রী (Subhashree Ganguly) ।রাজশ্রীর পরিবারে এলো নতুন সদস্য। শনিবার দুপুরে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিলেন রাজ ঘরণী । শনিবার বেলা ১টা বেজে ৩৩ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্ম হয় চক্রবর্তী পরিবারের নতুন সদস্যের। ছেলের নাম রেখেছেন যুবান ।

জানা গেছে, শুভশ্রী (Subhashree Ganguly) এবং সদ্যোজাত দুজনেই আপাতত সুস্থ আছেন। স্বাভাবিকভাবেই রাজ- শুভশ্রীর পরিবারে নতুন সদস্য আসার খবরে খুশির হাওয়া টলিপাড়াতেও।

এতদিন ধরে নিজের মাতৃত্বের অনুভূতি বেশ ভালোভাবেই উপভোগ করেছেন শুভশ্রী (Subhashree Ganguly) । নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রতি মুহূর্তের ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দিন কয়েক আগেও এক জনপ্রিয় রঙের বিজ্ঞাপনের জন্য একসঙ্গে ফ্রেমবন্দি হন শুভশ্রী ও রাজ

এই মুহূর্তে

x