উদয় সিং,আসানসোল: অবশেষে রানীগঞ্জের আদিবাসীদের চির প্রতীক্ষিত শ্মশানঘাট (Cremation Ground) নির্মাণের উদ্যোগ নিল প্রশাসন। রানীগঞ্জ ব্লক এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল যে তাদের এলাকায় সৎকারের জন্য নির্দিষ্ট কোন শ্মশানঘাট (Cremation Ground) নেই । সেই দাবিকে স্বীকৃতি দিয়ে এবার হাড়াভাঙ্গা অঞ্চলে ৪০ বিঘা জমির ওপর গড়ে উঠল নতুন শ্মশানঘাট ।
শ্মশান ঘাটের (Cremation Ground) প্রস্তুতির জন্য দামোদর নদ তটবর্তী এলাকার এক বিস্তীর্ণ অংশকে ফিলিং করে জায়গাটিকে শ্মশান এর জমি হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনের তরফে । এলাকার অধিবাসীরা এর প্রেক্ষিতে এলাকার বিধায়ক, জেলাশাসক ও বিডিওকে ধন্যবাদও জানিয়েছেন । তারা জানান এই গোটা এলাকাকে সৌন্দর্যায়নের সাথে সাথে সাজিয়ে-গুছিয়ে ব্যবস্থা গ্রহণ করবেন তারা ।
বুধবার এই নির্মাণকাজের প্রাথমিক পর্বে আদিবাসীদের চিরাচরিত প্রথা অনুযায়ী পুজো করে একটি বিশ্রাম কক্ষের বোনেদ কেটে উদ্বোধন পর্ব সারেন এলাকার আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজন