34.1 C
Durgapur
Wednesday, May 19, 2021

শ্যুটআউট কাণ্ডের পর ফের উত্তপ্ত অন্ডালের খাস কাজোড়া

সোমনাথ মুখার্জী,অন্ডাল: গতকালের শ্যুটআউটের (Shootout) ঘটনার পর ফের উত্তপ্ত হয়ে উঠলো অন্ডালের খাসকাজোড়া। বৈধ খনির কয়লা লিফটিংয়ের দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে মৃত্যু হয় ১ জনের, আহত ২ জন ।

অভিযোগ, বৃহস্পতিবার মৃত ধরমবীর নুনিয়ার দাহকার্য সেরে ফেরার পথে উত্তেজিত কয়েকজন মূল অভিযুক্ত বিদ্যুৎ নুনিয়ার এক ঘনিষ্ঠের বাড়িতে হামলা চালায় । বাড়ির আসবাব ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । ঘটনায় অভিযোগের আঙ্গুল ওঠে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিষ্ণুদেব নুনিয়া ও তার ভাই মনোজ নুনিয়ার বিরুদ্ধে । যদিও এই বিষয়ে বিষ্ণুদেব নুনিয়ার কোনও বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার গভীর রাতে বৈধ খনির কয়লা লিফটিংয়ের দায়িত্ব কার হাতে থাকবে, তা নিয়ে গোষ্ঠী দ্বন্দ্বে জড়ায় তৃণমূল। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ (Shootout) হয়ে মৃত্যু হয় তৃণমূলকর্মী ধরমবীর নুনিয়ার। আহত হন পান্নালাল নুনিয়া ও মহেশ রাম । তদন্তে নেমে পুলিশ মোট 8 জনকে গ্রেপ্তার করে। আজ তাদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

এই মুহূর্তে

x