27.5 C
Durgapur
Monday, August 2, 2021

ভ‍্যাকসিন (Vaccine) দুর্নীতির বিরুদ্ধে ফের আন্দোলন ভারতীয় জনতা যুব মার্চার

ভ‍্যাকসিন (Vaccine) দুর্নীতির বিরুদ্ধে ফের আন্দোলন ভারতীয় জনতা যুব মার্চার

জলপাইগুড়ি:: ভ‍্যাকসিন(Vaccine) দুর্নীতির বিরুদ্ধে ফের আন্দোলন ভারতীয় জনতা যুব মার্চার।আজ জেলা মূখ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ করে যুব মোচার সদস্যরা।তাদের দাবি জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায় ভ‍্যাকসিন নিয়ে দুরর্নীতি চলছে।
অবিলম্বে ভুয়ো ভ্যাক্সিন কান্ডে দোষীদের শাস্তি দেওয়া হোক,তদন্ত হোক, এই দাবি জানিয়ে জলপাইগুড়িতে এদিন হাসপাতালে বিক্ষোভ কর্মসূচীতে সামিল হয় বিজেপিযুব নেতারা।
এদিকে, পরিস্থিতি সামাল দিতে গজনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালি থানার আইসি সহ পুলিশ বাহিনী।

এই মুহূর্তে

x