28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

করোনা আক্রান্ত অগ্নিমিত্রা পাল

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: করোনা আক্রান্ত বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) । রবিবার সকালে সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের সংক্রমণের কথা শেয়ার করেন এই ফ্যাশন ডিজাইনার তথা বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ।

জানা গেছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । করোনা উপসর্গও থাকায় কোভিড টেস্ট করান। শনিবার সন্ধ্যায় কোভিড রিপোর্ট পজিটিভ আসে । এরপরেই ফেসবুক পোস্ট করে নিজের সংক্রমণের কথা জানিয়েছেন অগ্নিমিত্রা (Agnimitra Paul). সেই সঙ্গে গত ৫ দিনে তাঁর সংস্পর্শে যারা যারা এসেছেন তাদের সকলকে হোম আইসোলেশন থাকার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত , বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই কলকাতা সহ জেলায় জেলায় ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন অগ্নিমিত্রা (Agnimitra Paul) । রাস্তায় নেমে দলকে নেতৃত্ব দিয়েছেন , ফলে সংক্রমণের ঝুঁকি ছিলই।

এই মুহূর্তে

x