31.3 C
Durgapur
Monday, July 26, 2021

কেন্দ্রের বঞ্চনার অভিযোগ, কাঁকসায় তৃণমূলের প্রতিবাদ-বিক্ষোভ

মনোজিৎ গোস্বামী, কাঁকসা: পূর্ব ঘোষিত কর্মসূচি মেনে মঙ্গলবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে জেলায় জেলায় সরব হল তৃণমূল (TMC) । এদিন কেন্দ্রীয় সরকারের অনৈতিক জন বিরোধী নীতি ও বঞ্চনার প্রতিবাদে পানাগড়ের দার্জিলিং মোড় থেকে পানাগড়ের রণডিহা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীরা। বিক্ষোভ মিছিলে যোগ দেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক ।

তৃণমূল (TMC) নেতা দেবদাস বক্সী এই কর্মসূচি প্রসঙ্গে জানান, দলনেত্রীর ঘোষিত কর্মসূচি অনুযায়ী কাঁকসা ব্লক জুড়ে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে তারা আজ রাস্তায় নেমেছেন।

একদিকে কেন্দ্রের বঞ্চনা তার উপর পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির জের, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিনের পর দিন বেড়ে চলেছে । আগামী দিনে কাঁকসার প্রতিটি গ্রামে এই সবকিছুর প্রতিবাদে তারা বিক্ষোভে নামবেন বলেও জানিয়েছেন তিনি।

এই মুহূর্তে

x