নরেশ ভকত, বাঁকুড়াঃ দাদার হাতে ভাই খুনের অভিযোগ উঠলো বাঁকুড়ায়। বাঁকুড়া সদর থানার খেজুরবেদিয়ায় ছোট ভাইকে খুনের অভিযোগ উঠল বড় ও সেজ দাদার ( Elder brothers) বিরুদ্ধে ৷
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মাধব সিংহ (৩৬)। পুলিশ সুত্রে খবর, কর্মসূত্রে চুঁচুড়াতে থাকত মাধব সিংহ ও তার স্ত্রী। বড় দাদা হারাধন সিংহ , সেজ দাদা ধনঞ্জয় সিংহ দিল্লী এবং রানীগঞ্জে কাজ করত। গ্রামের বাড়িতে থাকত তাদের মা এবং মানসিক রোগী মেজ দাদা এবং তার স্ত্রী ৷
বর্তমান লকডাউনের ফলে কাজ হারিয়ে গ্রামে ফিরে আসে বড় দাদা, সেজ দাদা এবং মাধব। গ্রামের ফিরে আসার পর থেকেই মাধবের সাথে বড় এবং সেজ ভাইয়ের ( Elder brothers) জমি জায়গা নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়।
এরইমধ্যে বৃহস্পতিবার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় মাধবের। এদিন নিজের বাড়িথেকেই মাধবের রক্তাক্ত দেহ উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই ভাই, মা এবং মেজ দাদার স্ত্রীকে পুলিশ আটক করেছে ।