17.9 C
Durgapur
Wednesday, January 27, 2021

আরপিএফ জওয়ানের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ, নিরাপত্তার দাবিতে থানায় বিক্ষোভে স্থানীয়দের

উদয় সিং, চিত্তরঞ্জন : চিত্তরঞ্জন শহরে দিনের পর দিন বেড়ে চলেছে অপরাধ, এবার তো অপরাধের খাতায় নাম লেখালেন সুরক্ষাকর্মী আর.পি.এফ জওয়ান (RPF) পঙ্কজ কুমার মণ্ডল । তার বিরুদ্ধে বন্দুক ঠেকিয়ে সোনার হার ছিনতাইয়ের অভিযোগ আনেন কুনাল সিং নাম এক ব্যক্তি। শুক্রবার রাত্রি ৯টা.৩০ নাগাদ চিত্তরঞ্জনের ৩১ নম্বর রাস্তায় ঘটে এই ঘটনা

অভিযোগকারী কুনাল সিং জানান , শুক্রবার রাতের সময় কাদার মধ্যে একটি চারচাকা গাড়ি ফেঁসে যায় । কুনাল সিং তা দেখতে পেয়ে সাহায্য করতে এগিয়ে গেলে গাড়িতে থাকা রাহুল সিং, সানু যাদব, মুকেশ যাদব ও পঙ্কজ কুমার মণ্ডল নাম ৪ ব্যক্তি অকারণে তাকে গালিগালাজ করতে থাকেন । এমনকি তাকে গুলি করে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সেই সময় পিছন থেকে পঙ্কজ কুমার মণ্ডল বন্দুক বের করে তার কানে ঠেকিয়ে গলায় থাকা তিন ভরির সোনার হার ছিনিয়ে নেন এবং তাকে গুলি করে মেরে দেওয়ার চেষ্টা করেন । কোনওক্রমে পঙ্কজ কুমারের হাত থেকে বন্দুক কেড়ে প্রানের ভয়ে চিত্তরঞ্জন থানায় এসে তা জমা করেন কুনাল সিং।

ঘটনা সম্পর্কে জানতে পারলে চিত্তরঞ্জন থানার সামনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । সেই সঙ্গে পঙ্কজ কুমার মণ্ডলকে আটক করে চিত্তরঞ্জন থানার পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের অভিযোগ , দিন দিন চিত্তরঞ্জন শহরে অপরাধ মূলক ঘটনার প্রবণতা বাড়ছে , আর এতে একশ্রেণীর পুলিশ প্রশাসন ও আর.পি.এফ (RPF) জড়িত রয়েছে । না হলে একটা প্রোটেক্টেড এলাকায় বলরাম সিং-কে গুলি করে হত্যা করা হলো কি করে ? তার উপর এবার যদি আর.পি.এফ জওয়ানরা নিজেরা বন্দুক হাতে ছিনতাইয়ে নামেন তাহলে চিত্তরঞ্জন শহরের মানুষের সুরক্ষা নিয়ে প্রশ্ন তো উঠবেই। তাই দোষীর শাস্তি ও শহরবাসীর সুরক্ষার স্বার্থে চিত্তরঞ্জন থানায় স্থানীয়রা শুক্রবার রাতে বিক্ষোভ দেখায়।
জানা গেছে, অভিযুক্ত আর.পি.এফ জওয়ান (RPF) পঙ্কজ কুমার মণ্ডল বর্তমানে সাসপেন্ড রয়েছেন। তার বিরুদ্ধে তার সহকর্মীকে মারধর করার অভিযোগ রয়েছে।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চিত্তরঞ্জন থানার পুলিশ

এই মুহূর্তে

x

php shell shell indir hacklink ko cuce