28 C
Durgapur
Friday, May 7, 2021

জোর করে চাঁদা তোলার অভিযোগ , পুলিশের হাতে পাকড়াও ২

নিজস্ব সংবাদদাতা,কাঁকসা: করোনা , লকডাউন এক লহমায় বদলে দিয়েছে জীবন। বদলে দিয়েছে অর্থনৈতিক পরিস্থিতি। কেউ হারিয়েছেন কাজ , কেউ বা চালিয়ে যাচ্ছেন টিকে থাকার লড়াই। এমন সংকটের পরিস্থিতিতে উৎসবের মরসুমগুলোতে চাঁদার (Extortion) জুলুম যেন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

একাধিক ধরপাকড়ের পরেও বদলায় নি চাঁদার (Extortion) জুলুম। জোর করে চাঁদা তোলার অভিযোগে গতকাল তেমনি ২ জনকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। রবিবার রাতে স্থানীয়দের অভিযোগ পেয়ে কাঁকসা থানার পুলিশ কাঁকসার সিলামপুর থেকে ওই দুই জনকে গ্রেফতার করে।

ধৃত যুবকদের বিরুদ্ধে রাস্তায় কালী পুজো উপলক্ষে চাঁদা তোলার অভিযোগ ওঠে।ঘটনাস্থলে গিয়ে কাঁকসা থানার পুলিশ দুজনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যায়। গ্রেফতার হওয়া দুজনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

এই মুহূর্তে

x