30.2 C
Durgapur
Monday, June 14, 2021

করোনায় আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স (Ambulances)

করোনায় আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্স(Ambulances)

জলপাইগুড়ি: করোনায় আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার জন্য জলপাইগুড়ি শহরের এক শিক্ষিকা জেলা পরিষদের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠনকে অ্যাম্বুলেন্স (Ambulances)তুলে দিলেন।
মঙ্গলবার জেলা পরিষদের পেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন “জলপাইগুড়ি শ্রদ্ধার” হাতে অ্যাম্বুলেন্সটি (Ambulances) তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি শহরের ২০ নম্বর ওয়ার্ডের বামন পাড়ার বাসিন্দা কেয়া সেন বসু। তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষিকা। করোনা পরিস্থিতিতে রোগীদের পরিষেবা দেওয়া জন্যও স্বেচ্ছাসেবী সংগঠনকে কাজে উৎসাহ দিতেই অ্যাম্বুলেন্স প্রদান করা হল। রোগীদের পরিষেবা দিতেই অ্যাম্বুলেন্স দেওয়ার উদ্যোগ গ্রহণ করলেন শিক্ষিকা। জেলা পরিষদের মাধ্যমে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গাড়িটি তুলে দিলেন ওই শিক্ষিকা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, সহ সভাধিপতি দুলাল দেবনাথ, এসজেডিএ চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মণ, জলপাইগুড়ি বিধায়ক চিকিৎসক প্রদীপ কুমার বর্মা, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ ঢালি, জলপাইগুড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সন্দীপ মাহাতো সহ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।

এই মুহূর্তে

x