37.3 C
Durgapur
Sunday, February 28, 2021

করোনা জয়ী শাহেনশাহ

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: অবশেষে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বিগ বি (Amitabh Bachchan) । সর্বশেষ কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসায় হাসপাতাল থেকে রবিবার ছাড়া পান অমিতাভ বচ্চন । এদিন বিকেলে ট্যুইট করে সেকথা জানিয়েছেন জুনিয়ার বচ্চন নিজেই । তিনি জানান, “ বাবার সর্বশেষ কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। বাবাকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত উনি বাড়িতেই বিশ্রামে থাকবেন। আপনাদের প্রার্থনা আর শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ”। নিজের সুস্থ হওয়ার খবর জানিয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) নিজেও। তিনিও সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত ,গত ১১ জুলাই করোনা সংক্রমিত হয়ে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। তার পর পরই অভিষেকও একই কারনে ভর্তি হন একই হাসপাতালে। ঐশ্বর্য্য ও আরাধ্যা করোনা আক্রান্ত হলেও তাঁদের প্রথমে বাড়িতে রেখেই চিকিৎসা চলে। পরবর্তীতে শারীরিক অসুস্থতার জন্য তাদেরও হাসপাতালে ভর্তি করা হয় । গত ২৭ জুলাই হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ঐশ্বর্য্য ও আরাধ্যা । আজ টানা ২৩ দিন পর করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বিগ বি । তবে অমিতাভ বচ্চন ছাড়া পেলেও কো-মর্বিডিটি থাকায় হাসপাতাল থেকে এখনো ছাড়া পাননি অভিষেক

এই মুহূর্তে

x

shell indir php shell php shell web shell php shell indir shell bypass php shell Exploit,Web hack Tools https://phpshellscripts.com/ 7dak Sultanbeyli Antika Eşya Alanlar okey oyunu antika alanlar ko cuce ko cuce levent escort şişli escort mecidiyeköy escort