ডিজিটাল দেশ, জেলার খবর: ‘আমরা দাদার অনুগামী’ লেখা পোস্টার পড়ল এবার আসানসোলে (Asansol) । বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোলের (Asansol) ইএসআই হাসপাতাল সংলগ্ন দেওয়ালে এই পোস্টার দেখা যায়। যা ঘিরে ফের একবার রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে আসানসোলে।
শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে বিজয়া , কালীপুজো, দীপাবলি ও ছটপুজোর শুভেচ্ছা জানানো হয়েছে পোস্টারে। নীচে লেখা রয়েছে আমরা দাদার অনুগামী। যদিও এই ধরনের পোস্টার এটাই প্রথম নয় , পশ্চিম বর্ধমানের অন্যান্য জায়গাতেও ইতিমধ্যেই চোখে পড়েছে ‘আমরা দাদার অনুগামী’র পোস্টার।
পশ্চিম বর্ধমান ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুরে সম্প্রতি শুভেন্দু অধিকারীর ছবি সহ আমরা দাদার অনুগামীর তরফে পোস্টার দেখা যায়।