29 C
Durgapur
Monday, August 2, 2021

বিন্নাগুড়ি সেনাছাউনির নর্থ জোনে অসুস্থ হয়ে পড়ল পূর্ণবয়স্ক একটি হাতি(elephant)

বিন্নাগুড়ি সেনাছাউনির নর্থ জোনে অসুস্থ হয়ে পড়ল পূর্ণবয়স্ক একটি হাতি(elephant)

বিন্নাগুড়ি: শুক্রবার বিন্নাগুড়ি সেনাছাউনির নর্থ জোনে অসুস্থ হয়ে পড়ল পূর্ণবয়স্ক একটি হাতি(elephant)। বিষয়টি জানার পরই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন জলপাইগুড়ির এডিএফও সহ বিন্নাগুড়ি বন্যপ্রাণ দপ্তরের রেঞ্জার ও কর্মীরা। চলে আসেন পশু চিকিৎসকও। শুরু হয় চিকিৎসা। দিনভর বনকর্মীরা ও বন দপ্তরের চিকিৎসক হাতিটিকে সুস্থ করে তোলার চেষ্টা চালান। তবে হাতিটির অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই জানা গেছে। বনদপ্তরের প্রাথমিক অনুমান, বার্ধক্য জনিত কারণেই হাতিটি অসুস্থ হয়ে পড়েছে। বনকর্তারা জানিয়েছেন হাতিটির স্বাস্থ্যের উপর কড়া নজর রাখা হয়েছে। প্রয়োজনীয় সবরকম চেষ্টা চালানো হচ্ছে।

এই মুহূর্তে

x