14.8 C
Durgapur
Tuesday, January 19, 2021

ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু।

ডিজিটাল ডেস্ক, জেলার খবর : ধানক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু।ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। বীরভূমের পারুই থানার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতের শিবরাম পুর গ্রামের ঘটনা। এদিন সকালবেলায় এই গ্রামের বাসিন্দা বছর ৭২ এর এক বৃদ্ধা প্রাতঃকর্ম করার উদ্দেশ্যে মাঠে গিয়েছিলেন। ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় জমিতে পড়ে থাকা এক বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে তার মৃত্যু ঘটে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে গত তিনদিন আগে প্রচন্ড ঝড়ের কারণে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ধানের জমির উপর। বারংবার বিদ্যুৎ দপ্তরে জানানো সত্ত্বেও কোনরকম গুরুত্ব দেননি সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরের লোকজন। আর এই অবহেলার কারণেই এই মৃত্যু হয়েছে বলে মনে করছেন গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পারুই থানার পুলিশ। কিন্তু সেখান থেকে মৃতদেহ তুলে নিয়ে যেতে বাধা দেন স্থানীয় লোকজন। কারণ এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর কে বিশেষ ব্যবস্থা নিতে হবে অতি শীঘ্রই। এই দাবি নিয়ে তারা পুলিশের কাছে বিক্ষোভ দেখায়। পরে পুলিশের আশ্বাসে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় সিয়েন মহাকুমা হাসপাতালে। বিদ্যুৎ দপ্তরের এই ধরনের গাফিলতিতে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। ভবিষ্যতে যেন এই ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিদ্যুতের তার জমির মধ্যে পড়ে থাকলে তা যেন অতি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হয় তেমনটাই দাবি করেন পুলিশ প্রশাসনের সামনে গ্রামের লোকজন। আর বিদ্যুৎ দপ্তর যদি এই ধরনের বিষয়ের শীঘ্রই সুরাহা না করেন তাহলে বড়োসড়ো বিক্ষোভের পথে নামবেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

এই মুহূর্তে

x