27.4 C
Durgapur
Monday, June 21, 2021

করোনা আক্রান্ত হয়ে আরও এক তৃণমূল বিধায়কের মৃত্যু

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা (Corona) আক্রান্ত হয়ে মৃত্যু হল আরও এক তৃণমূল বিধায়কের । সোমবার ভোররাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাসের । বয়স হয়েছিল ৭৬ বছর।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন সমরেশ দাস। করোনা (Corona) পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এলে পূর্ব মেদিনীপুরের কোভিড হাসপাতালে ভর্তি করা হয় তাকে।এরপরই কোভিড আক্রান্ত তৃণমূল বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয় । ১৮ জুন বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই চিকিৎসা চলছিল তার। কিন্তু, কো-মরবিডিটির কারণে করোনা (Corona) আক্রান্ত বিধায়কের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল যা চিন্তা বাড়িয়েছিল চিকিৎসকদের।

এরপর তাঁকে কলকাতার অন্য এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার ভোর ৪ টে ২৫ মিনিট নাগাদ সেখানেই মৃত্যু হয় তৃণমূল বিধায়কের । প্রবীণ বিধায়কের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর পরিজন থেকে শুরু করে রাজনৈতিক সতীর্থ , অনুগামী সকলেই।

উল্লেখ্য, এর আগে করোনা (Corona) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের।

এই মুহূর্তে

x