30.2 C
Durgapur
Sunday, August 1, 2021

কর্মী সম্মেলনের মঞ্চে আশিস বন্দ্যোপাধ্যায়কে ধমক অনুব্রত মন্ডলের

নিজস্ব প্রতিনিধি , বীরভূম: বুথ কর্মী সম্মেলনের মঞ্চে প্রকাশ্যে বাকযুদ্ধে জড়ালেন তৃণমূল (TMC) জেলা সভাপতি বনাম কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রামপুরহাট ১ নম্বর কিষাণ মন্ডিতে তৃণমূলের (TMC) বুথ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠানে বুথ সভাপতির (TMC)কাছে অনুন্নয়নের অভিযোগ শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন অনুব্রত মন্ডল । জেলার মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ও ব্লক সভাপতিকে অপদার্থ বলেন তিনি

রামপুরহাট ১ নম্বর ব্লকের আয়াস পঞ্চায়েত এর ৪০ নম্বর বুথ সভাপতি মাধব মণ্ডল এদিনের কর্মী সম্মেলনে ভোট কম পাওযার কারন হিসেবে এলাকার অনুন্নয়নের কথা তুলে ধরেন। সেই কথা শোনা মাত্রই রেগে যান অনুব্রত। মঞ্চে বসেই মন্ত্রী ও ব্লক সভাপতিকে অপদার্থ বলেন তিনি।

কয়েক দফা উত্তপ্ত বাকি বিনিময়ও হয় মন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের । কড়া ভাষায় বলেন লিখিত দিন, দাদাগিরি করবেন না। এলাকায় উন্নয়ন নিয়ে ক্ষোভ আছে মানুষের মধ্যে ।

এই মুহূর্তে

x