34.1 C
Durgapur
Wednesday, May 19, 2021

করোনা আক্রান্ত অনুপম খেরের পরিবারের ৪ সদস্য

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: অমিতাভ বচ্চন , অভিষেক বচ্চনের পর এবার করোনার সংক্রমণ বলিউডের আরো এক অভিনেতার পরিবারে । করোনা আক্রান্ত অভিনেতা অনুপম খেরের (Anupam Kher) মা , ভাই , ভাইয়ের স্ত্রী ও তাদের মেয়ে । রবিবার সকালে অভিনেতা নিজেই টুইট করে জানিয়েছেন এই কথা ।


অভিনেতা জানিয়েছেন তাঁর মা দুলারি কোকিলাবেন হাসপাতালে ভর্তি এবং পরিবারের অন্যান্য সদস্যরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন । জানা গেছে, কয়েকদিন ধরে তাঁর মায়ের শারীরিক অবস্থা ভালো ছিল না । তাঁর করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে । তবে অনুপম খেরের (Anupam Kher) করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানিয়েছেন তিনি।
গতকালই করোনা আক্রান্ত হন বিগ বি এবং অভিষেক। তারা দুজনেই নানাবতী হাসপাতালে ভর্তি। তবে দুজনের শরীরে সংক্রমণের মাত্রা কম থাকায় চিন্তার কোনো কারন নেই বলে জানিয়েছেন অভিষেক । জানা গেছে বচ্চন পরিবারের বাকি সদস্য অর্থাৎ জয়া , ঐশ্বর্য্য ও আরাধ্যার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ।

এই মুহূর্তে

x