28.4 C
Durgapur
Sunday, August 1, 2021

সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ‘উড বি মম’ অনুষ্কা

ডিজিটাল ডেস্ক , জেলার খবর: শনিবারই ‘মা’ হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী । পরিবারের নতুন সদস্যের নাম , ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন পরিচালক-অভিনেত্রী দম্পতি।
এবার নিজের মাতৃত্বকালীন অনুভূতির কথা শেয়ার করলেন বিটাউনের ডিভা অনুষ্কা শর্মা (Anushka Sharma) ।

গতমাসেই নেটদুনিয়ায় ছবি পোস্ট করে বিরাট কোহলি আর অনুষ্কা (Anushka Sharma) জানিয়ে দিয়ে ছিলেন যে তাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে । সেই খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা বয়ে যায় দুজনের সোশ্যাল হ্যান্ডেলে।

এবার নিজের আরো একই ছবি পোস্ট করলেন বিরাট ঘরণী । সমুদ্র সৈকতে দাঁড়িয়ে , নিজের মধ্যে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটাকে অনুভব করছেন অনুষ্কা (Anushka Sharma) । লিখেছেন, , “নিজের শরীরে একটা নতুন জীবন তৈরি হচ্ছে। এর চেয়ে সত্যি ও সুখের আর কী-ই বা হতে পারে।”

ছবিতে অনুষ্কার বেবি বাম্প বেশ স্পষ্ট। ছবি দেখে অনুষ্কাকে শুভ কামনা জানিয়েছেন অনেকেই। নজরকাড়া কমেন্ট করেছেন ক্যাপ্টেন কোহলিও।

এই মুহূর্তে

x