ডিজিটাল ডেস্ক, জেলার খবর: এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে দেশের করোনা পরিস্থিতি। বিশ্বের বড় বড় দেশ ভ্যাকসিন (Vaccine) তৈরির প্রচেষ্টায় রয়েছে। ভারতও সেই লক্ষ্যে অবিচল।
রাশিয়া নিজেদের উৎপাদিত ভ্যাকসিন (Vaccine) বাজারে আনলেও তার তৃতীয় পর্যায়ের ট্রায়াল এখনো চলছে । ফলে সংশয় রয়ে গিয়েছে । এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভ্যাকসিন নিয়ে বিশ্ববাসীকে আশ্বস্ত করলেন ভারতের প্রধানমন্ত্রী।
রাষ্ট্রসংঘের ৭৫ তম প্রতিষ্ঠাদিবসে জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গোটা বিশ্বকে ভ্যাকসিন (Vaccine) দেওয়ার ক্ষমতা রয়েছে ভারতের। উৎপাদনের সাথে সাথে বন্টনের সামর্থও রয়েছে। ইতিমধ্যেই ভ্যাকসিনের (Vaccine) তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়াল শুরু হয়ে গিয়েছে দেশে ।
প্রধানমন্ত্রী আরো মনে করিয়ে দেন, এই অতিমারীর সময়ে ভারত ১২৫-টিরও বেশি দেশে জরুরি পথ্য পাঠিয়েছে। তৃতীয় ধাপের ক্লিনিকাল ট্রায়ালের দিকে এগিয়ে চলছি আমরা। অন্যান্য দেশে টিকা রাখার হিমঘর তৈরি ও মজুত বাড়ানোর ক্ষেত্রেও সহযোগিতা করবে ভারত। এই সবের পাশাপাশি মহামারী পরিস্থিতি রুখতে রাষ্ট্রসংঘের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদী।