28 C
Durgapur
Friday, May 7, 2021

ছট পুজো উপলক্ষ্যে জলাশয়ের ঘাট সংস্কারের উদ্যোগ নিল আসানসোল পুর নিগম

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: শারদীয়া শেষ, আসছে ছট পুজো। আর সেই উপলক্ষ্যে এলাকার সমস্ত জলাশয়ের ঘাট সংস্কার (Renovate) করার উদ্যোগ নিল আসানসোল পুর নিগম

সম্প্রতি আসানসোল পুর নিগমের প্রশাসনিক বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । জানা গেছে ,আগামী ৩০শে অক্টোবরের মধ্যে পুর নিগমের আওতায় থাকা সমস্ত জলাশয়ের ঘাটগুলির সংস্কার (Renovate) করা হবে ৷ আসন্ন ছট উৎসবকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের হিন্দি ভাষাভাষী মানুষ ছাড়াও বহু সাধারণ মানুষ মেতে ওঠেন ৷ দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জনের পরে শিল্পাঞ্চলের অধিকাংশ জলাশয়ের ঘাট অপরিচ্ছন্ন হয়ে পড়েছে ৷ তাই ছটের আগে সেই জলাশয়গুলির ঘাট সংস্কারের (Renovate) উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও , দূষণ নিয়ন্ত্রনের ক্ষেত্রেও জলাশয়ের ঘাটগুলি পরিষ্কার ও সংস্কারের (Renovate) প্রয়োজন রয়েছে ৷ এই বিষয়ে পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্য ও স্থানীয় প্রাক্তন পুরপিতা মীর হাসিম জানিয়েছেন, প্রশাসনিক বোর্ডের সিদ্ধান্ত অনুসারে বুধবার থেকেই পুরনিগমের আওতায় থাকা জলাশয়ের ঘাটগুলি পরিষ্কার করার সাথে সংস্কার সাধনের কাজ শুরু হয়েছে ৷

বুধবার কুলটি অঞ্চলের শিবমন্দির লাগোয়া ঘাটের সংস্কার (Renovate) করা হয় ৷ আগামী ৩০ শে অক্টোবরের মধ্যেই এলাকার সব জলাশয় পরিষ্কার করে দূষণ নিয়ন্ত্রন করা হবে বলেও জানান তিনি ৷

এই মুহূর্তে

x