27.5 C
Durgapur
Monday, August 2, 2021

ডাকাতির ঘটনার কিনারা করল আসানসোল দুর্গাপুর পুলিশ (Asansol Durgapur police)

ডাকাতির ঘটনার কিনারা করল আসানসোল দুর্গাপুর পুলিশ (Asansol Durgapur police)

আসানসোল: পর পর দুটি দোকানে ডাকাতির ঘটনার কিনারা করল আসানসোল দুর্গাপুর পুলিশ (Asansol Durgapur police) কমিশনারেট পুলিশ ।গ্রেপ্তার করা হল 7 জনকে।সাংবাদিক বৈঠকে জানালেন কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার অংশুমান সাহা । জানা গেছে রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়িতে ও কয়েকদিনের ব্যবধানে অন্ডাল থানা এলাকায় ফরেন লিকার দোকানে ডাকাতির অভিযোগ জমা পড়ে।ঘটনার তদন্তে নেমে পুলিশ বিভিন্ন সুত্র ধরে তদন্ত শুরু করে জামুরিয়া থানা এলাকা থেকে 7 জনকে গ্রেফতার করে। অন্ডাল থানা থেকে খোয়া যায় প্রায় 9 লক্ষ টাকার ফরেন লিকার ও রানিগঞ্জ থানা এলাকায় প্রায় 3 লক্ষ টাকার লিকার খোয়া যায় বলে অভিযোগ ।তদন্তে নেমে পুলিশ প্রায় 70 % খোয়া যাওয়া মাল ও কিছু নগদ টাকা উদ্ধার করেছে বলে জানালেন ডিসি ।ধৃতদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করে এই ঘটনার সাথে অন্য কোন জেলার যোগ আছে কিনা খতিয়ে দেখবে পুলিশ ।

এই মুহূর্তে

x