উদয় সিং , আসানসোল: করোনা উদ্বেগ বাড়লেও বাড়ে নি সচেতনতা । এখনো বাজার , দোকান , অফিস যাতায়াতের পথে অনেকেই ঘুরে বেড়াচ্ছেন বিনা মাস্কে । জনবহুল স্থানগুলিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব । এমনকি বাস, অটো বা টোটোগুলিতে যাত্রী নেওয়ার ব্যাপারেও চোখে পড়ছে সেই উদাসীনতা ।
সোমবার আসানসোলের রাস্তায় সেই বিষয়ে সচেতনতা গড়ে তুলতে রাস্তায় নামলেন আসানসোলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া (INTTUC) । শ্রমিক নেতার নেতৃত্বে এদিন শহরের বাস ও অটোর মাস্ক হীন যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। আসানসোল সিটি বাস স্ট্যান্ড ও বিভিন্ন জায়গায় অটোচালক বাস চালকদের মুখে মাস্ক পরিয়ে দেন আইএনটিটিইউসির সদস্যরা (INTTUC) । রবীন্দ্র ভবন এলাকায় আগত বাস ,মিনিবাস ও অটো রিকশার যাত্রী ও চালক খালাসিদের মধ্যে সচেতনতা বাড়াতে এদিন তাদের হাত মাস্ক তুলে দেওয়া হয় তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে।
রাজু আলুওয়ালিয়া বলেন, রাজ্য প্রশাসন বার বার বাইরে বেরনো সময় মাক্স পড়ার কথা বলছে , কিন্তু অনেকেই তা মানছেন না। তাই সচেতনতা বাড়াতে আইএনটিটিইউসির (INTTUC) পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন।