উদয় সিং,আসানসোল: একে বৃষ্টি তার উপর চলছে সাপ্তাহিক লকডাউন (Lockdown)। এদিন সকাল থেকেই বৃষ্টিকে উপেক্ষা করে লকডাউন সফল করতে রাস্তায় নেমেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ । আবহাওয়া দপ্তরের সূচনা অনুযায়ী বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি । আগামী পাঁচদিন নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কখনো ঝিরিঝিরি আবার কখনোও মাঝারি থেকে ভারি বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে।
এরকম প্রতিকূল আবহাওয়াতেও লকডাউন (Lockdown) সফল করতে তৎপরতা দেখা গেল আসানসোলে । সকাল থেকেই পুলিশের তরফে সীমান্তবর্তী এলাকায় নাকা চেকিং করে কড়া নজরদারি চলছে। শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তায় পুলিশের গাড়িও টহল দিচ্ছে।
লকডাউন (Lockdown) উপেক্ষা করায় অনেকেই রাস্তায় বের হলেও পুলিশের গাড়ী দেখেই লুকিয়ে পড়ে তারা । তবে এলাকার দোকান, বাজার এদিন সবই সকাল থেকে বন্ধ। রাস্তাঘাটে যানবাহনও তেমন নেই ।