34.1 C
Durgapur
Wednesday, May 19, 2021

পুজো পরিক্রমা ২০২০ ; আসানসোল

ডিজিটাল ডেস্ক, জেলার খবর: করোনা আবহে পুজো তাই একাধিক বিধি নিষেধ মাথায় রেখে পুজোর আয়োজন করেছেন উদ্যোক্তারা। উৎসবের মরসুমে কোনোভাবেই মহামারী যাতে না ছড়াতে পারে সেই লক্ষ্যে প্রশাসনের তরফে গাইডলাইন আনা হয়েছে। হাইকোর্টের নির্দেশ , প্রশাসনের গাইডলাইন মেনে পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাংলা।

তবে অর্থনৈতিক প্রেক্ষাপট আর মহামারী আবহে এবছর পুজোর জাঁকজমক অন্যান্য বছরের থেকে অনেকটাই কম। তবুও বছর শেষে প্রাণের উৎসবে মেতে উঠেছে বাঙালি।

আসানসোলের (Asansol) চিত্তরঞ্জনে সিমজুরি দুর্গাপুজো এবছর ৫৪ তম বর্ষে পদার্পন করল। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পুজো মন্ডপ চারদিক খোলা রাখা হয়েছে। ভিড় না করে মণ্ডপের বাইরের থেকেই প্রতিমা দর্শন করতে পারবে দর্শনার্থীরা।

আসানসোলের (Asansol) চিত্তরঞ্জনে ফতেপুর এরিয়া ১ নংয়ের দুর্গা লক্ষ্মী কালী পুজো কমিটির পুজো মণ্ডপ এবছর কাল্পনিক মন্দিরের আদলে তৈরী হয়েছে ।

আসানসোলের (Asansol) চিত্তরঞ্জন এরিয়া ৬ দুর্গাপুজোর মন্ডপ নৌকার আদলে তৈরী হয়েছে। ৬৯ তম বর্ষে তাদের থিম সোনার তরী।

বনজিমারি কোলিয়ারি সর্বজনীন দুর্গাপুজা এবছর ৩৪ বছরে পদার্পন করল। করোনা সংক্রমণে সারা বিশ্ব যেখানে ত্রস্ত সেখানে শান্তির বার্তা দিতে তাদের পুজোর থিম শান্তির প্রতীক ময়ূর।

এই মুহূর্তে

x